
উন্মোচন বিনোদন ডেস্কঃ
বলিউডে মোহিত সুরির পরিচালনায় ‘সাইয়ারা’ ছবির মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন অনীত পাড্ডা। মুক্তির পর ছবিটি ব্লকবাস্টারের স্বীকৃতি পায় এবং অনীতের সাবলীল অভিনয় ব্যাপক প্রশংসা কুড়ায়। মাত্র একটি ছবিতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন ২২ বছর বয়সী এই নবাগত অভিনেত্রী।
এবার দ্বিতীয় ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নতুন ছবির নাম ‘ন্যায়’, যেখানে ন্যায়বিচারের জন্য সংগ্রামরত এক তরুণীর চরিত্রে দেখা যাবে তাঁকে। ছবিটিতে আরও অভিনয় করছেন ফাতিমা সানা শেখ এবং অর্জুন মাথুর। পরিচালনায় আছেন নিত্যা মেহরা—যিনি ‘বারবার দেখো’ এবং ‘মেড ইন হেভেন’-এর মতো কাজের জন্য পরিচিত।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, গত জুলাইয়ে অভিষেকের পর থেকেই বেশ কিছু প্রস্তাব পেয়েছিলেন অনীত পাড্ডা। তবে তাড়াহুড়ো না করে তিনি সময় নিয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিচ্ছেন। সমালোচকদের মতে, দ্বিতীয় ছবি হিসেবে ‘ন্যায়’ বেছে নেওয়া তাঁর জন্য সাহসী ও বিচক্ষণ পদক্ষেপ। এই চরিত্রের মাধ্যমে অনীত যেমন নিজের অভিনয় দক্ষতা প্রদর্শনের সুযোগ পাবেন, তেমনি সমাজে নারীর ন্যায় প্রতিষ্ঠার প্রতীক হিসেবেও ধরা দেবেন।