
উন্মোচন স্পোর্টস ডেস্কঃ
আফগানিস্তানের হারই এখন বাংলাদেশের বড় ভরসা। আগামী বৃহস্পতিবার শ্রীলঙ্কা যদি আফগানদের হারাতে পারে, তবে কোনো জটিল হিসাব কষতে হবে না—সরাসরি সুপার ফোরে জায়গা পাবে লাল-সবুজের প্রতিনিধিরা।
তবে আগের দুই ম্যাচের ভুলই টাইগারদের এখন এমন দোলাচলে ফেলেছে। হংকংয়ের বিপক্ষে সহজ জয়েও রানরেট বাড়ানো যায়নি, শ্রীলঙ্কার কাছে হয়েছে বড় হার। আর শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালেও ব্যবধান ছিল মাত্র ৮ রানের। ফলে নেট রানরেটে বেশ পিছিয়ে বাংলাদেশ।
বর্তমান চিত্রটা হলো— আফগানিস্তানের রানরেট ২.১৫০, শ্রীলঙ্কার ১.৫৪৬ আর বাংলাদেশের -০.২৭০। তাই টাইগারদের ভাগ্য এখন অনেকটাই নির্ভর করছে অন্যদের ফলাফলের ওপর।
যদি শ্রীলঙ্কা জয় পায়, তবে তাদের পয়েন্ট হবে ৬ এবং বাংলাদেশের ৪—সে ক্ষেত্রে আফগানিস্তান বিদায় নেবে, বাংলাদেশ এগোবে সুপার ফোরে।
কিন্তু আফগানিস্তান জিতলেই তিন দলেরই সমান ৪ পয়েন্ট হবে। তখন রানরেটে এগিয়ে থাকা শ্রীলঙ্কা ও আফগানিস্তান পরের রাউন্ডে উঠবে, বাদ পড়বে বাংলাদেশ।
একমাত্র ব্যতিক্রমী সমীকরণ হলো— আফগানিস্তান বড় ব্যবধানে জিতলে শ্রীলঙ্কার রানরেট বাংলাদেশের নিচে নামতে পারে। তবে তার জন্য লঙ্কানদের অন্তত ৭০ রানের ব্যবধানে হারতে হবে, যা অনেকটা অসম্ভব সমীকরণ।
সব মিলিয়ে এখনো সুপার ফোরের টিকিট হাতে আসেনি টাইগারদের। ভাগ্য ঝুলছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর।