
উন্মোচন স্পোর্টস ডেস্কঃ
টানা দুই ম্যাচ হারের হতাশা কাটিয়ে আবারও জয়ের দেখা পেল ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে মেজর লিগ সকারে সিয়াটেল সাউন্ডার্সকে ৩-১ গোলে হারিয়েছে লিওনেল মেসির দল। গোল করেছেন মেসি, জর্ডি আলবা এবং ইয়ান ফ্রে।
কয়েকদিন আগেই লিগ কাপে সিয়াটেলের কাছে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। তবে এবার প্রতিশোধের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে তারা। বল দখলে কিছুটা এগিয়ে থেকেও আক্রমণে দুই দল ছিল সমানে সমান।
ম্যাচের ১২তম মিনিটে মাঝমাঠ থেকে মেসির নিখুঁত পাস পেয়ে গোল করেন সাবেক বার্সা তারকা জর্ডি আলবা। এরপর ২৩তম মিনিটে সেই আলবার পাস থেকেই জালে বল জড়িয়ে দেন লিওনেল মেসি। এটি ছিল তার ক্যারিয়ারের ৮৮০তম গোল, যা তাকে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এই মাইলফলকে পৌঁছে দিয়েছে।
দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান আরও বাড়ায় মায়ামি। ৫২তম মিনিটে স্কোরশিটে নাম তোলেন ইয়ান ফ্রে। যদিও ৬৯তম মিনিটে সিয়াটেলের ভার্গাস ব্যবধান কমান, তবুও শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
এ জয়ের ফলে ২৭ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠে এসেছে ইন্টার মায়ামি। অপরদিকে ২৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে রয়েছে সিয়াটেল।