
উন্মোচন নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তিনটি মামলায় অব্যাহতি পেয়েছেন।
আজ মঙ্গলবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-২ এর বিচারক আবদুর রহমান সচিবালয়ের আইন শাখা থেকে প্রাপ্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন মেয়রের আইনজীবী আহমেদ কামরুল ইসলাম চৌধুরী সাজ্জাদ। তার ভাষ্য, “এসব মামলা মূলত রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল।”
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশে ডা. শাহাদাত বলেন—
“মিথ্যা ও হয়রানিমূলক মামলার মাধ্যমে আমাকে এবং গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা হয়েছিল। কিন্তু আল্লাহর রহমত, আদালতের ন্যায়বিচার এবং আপনাদের দোয়া-ভালোবাসার কারণে আজ আমি মুক্তি পেলাম। সত্যকে কোনোদিনই দমন করা যায় না।”
তিনি আরও জানান, জনগণের কল্যাণ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আজীবন অটল থাকবেন এবং সব ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি আবারও জনগণের ম্যান্ডেট অর্জন করবে।
এ সময় তার পক্ষে আদালতে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস সাত্তার, সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক, অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া, অ্যাডভোকেট তারিক আহমেদসহ বিপুল সংখ্যক আইনজীবী।