
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :
সাতক্ষীরার আশাশুনিতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নবজীবন ইউকের অর্থায়নে এবং ‘হেলথ এ্যাওয়ারনেস, মেডিকেল চেকআপ, ব্লাড গ্রুপিং অ্যান্ড ডায়াবেটিক টেস্ট ফর দ্য পিওর এন্ড আল্ট্রা পিওর পিপল প্রজেক্ট’ এর আওতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়। নবজীবনের নির্বাহী পরিচালক ও দৈনিক সাতক্ষীরার সকালের সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতিশ চন্দ্র গোলদার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। প্রজেক্ট ম্যানেজার ওয়াছিউল আলম এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নবজীবনের পরিচালক খান ফাহিম আল ফোয়াদ।
ক্যাম্পে বিনামূল্যে মেডিকেল চেকআপ, ব্লাড গ্রুপিং, ডায়াবেটিক টেস্ট ও ঔষধ বিতরণ করা হয়। সভাপতির বক্তব্যে তারেকুজ্জামান খান জানান, আশাশুনির মানুষ নবজীবন ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে বিশেষ ছাড় পাবেন এবং পর্যায়ক্রমে উপজেলার ১১ ইউনিয়নে পৃথক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি কৃষ্ণা রায় বলেন,
“জনকল্যাণমূলক এ উদ্যোগে আশাশুনির মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাচ্ছেন। এ ধরনের কাজ আরও বাড়ানো প্রয়োজন।”