
উন্মোচন নিউজ ডেস্কঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল ইতিহাস গড়ে নিরঙ্কুশ জয় পেয়েছে। এবারই প্রথম সংগঠনটি ডাকসুতে এতো বড় সাফল্য অর্জন করল। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিজয়ীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বীদের ব্যবধান কয়েক হাজার ভোটেরও বেশি।
ফল ঘোষণার পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে নারীদের পোশাক ও বিশ্ববিদ্যালয়ে ধর্মীয় প্রভাব বিস্তারের শঙ্কা। তবে এসব আশঙ্কা নাকচ করে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম স্পষ্ট জানালেন— “ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারো পোশাক, পছন্দ বা স্বাধীনতায় হস্তক্ষেপের সুযোগ নেই।”
গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এ বিশ্ববিদ্যালয় মাল্টিকালচারাল পরিবেশের প্রতিচ্ছবি। এখানে হিজাব পরা যেমন শিক্ষার্থীর অধিকার, তেমনি আধুনিক বা ভিন্নধর্মী পোশাক পরাও শিক্ষার্থীর সমান অধিকার। কারো ব্যক্তিগত পরিচয়, প্রতীক বা চয়েস নিয়ে কাউকে হেয় করা একেবারেই চলবে না।”
নারীদের আস্থা অর্জন ও নেতৃত্বের প্রশ্নে সাদিক কায়েম বলেন, “নারীরা যে নেতৃত্ব চেয়েছেন, তা আমাদের মধ্যেই খুঁজে পেয়েছেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা শুরু থেকেই কাজ করছি। নির্বাচনের মাধ্যমে বহুদিনের প্রপাগান্ডা ভেঙে গেছে। আমরা নারীর অধিকার ও নিরাপদ ক্যাম্পাস গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও জানান, শিগগিরই নারী শিক্ষার্থীদের স্যানিটেশন, স্বাস্থ্যসেবা ও আবাসন সংকট সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
বিভাজনের রাজনীতি নয়, বরং ঐক্যের বার্তা দিয়ে সাদিক কায়েম বলেন, “আমাদের পরিচয় একটাই— আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যে কোনো হলের শিক্ষার্থী সমস্যায় পড়লে আমরা তার পাশে থাকব। বিভাজন নয়, কাজের মাধ্যমেই আস্থা অর্জন করতে চাই।”