
আন্তর্জাতিক ডেস্কঃ
আলজেরিয়ার মন্ত্রিসভায় পরিবর্তন এসেছে। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রী পদে নিয়োগ পেয়েছেন শিল্পমন্ত্রী সিফি গরিব। রোববার প্রেসিডেন্ট আব্দুল মাজিদ তেবুনের দপ্তর এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়।
ঘোষণায় জানানো হয়, দীর্ঘদিন শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সিফি গরিব গত মাস থেকেই ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাচ্ছিলেন। এবার স্থায়ীভাবে তাকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ দেওয়া হলো।
একইসঙ্গে বিদ্যুৎ খাতে অভিজ্ঞতা থাকা মুরাদ আজদালকে নতুন জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী করা হয়েছে। তিনি এর আগে রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি সোনেলগাজের সিইও ছিলেন।
এর আগে সাবেক প্রধানমন্ত্রী নাদির লারবাউইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন প্রেসিডেন্ট তেবুন। তবে অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীরা আগের মতোই তাদের পদে বহাল থাকবেন বলে প্রেসিডেন্সির পক্ষ থেকে জানানো হয়েছে।