
উন্মোচন স্পোর্টস ডেস্ক:
এশিয়া কাপের শুরুতে ওমানের ব্যাটিং ধসে পড়ায় আরম্ভটা ভালো করতে না পারলেও, টানা হারের ধাক্কা কাটিয়ে উল্লাসের দিন দেখা পেলো সংযুক্ত আরব আমিরাত। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে ১৭৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে চার উইকেট হারানো আমিরাত শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।
ওমান শুরুতে ৪২ রানের মধ্যে বিপর্যয় কাটাতে না পেরে ১৩০ রানে অলআউট হয়ে যায়। তবে যতিন্দর সিং (২০), আরিয়ান বিস্ট (২৪) ও বিনায়ক শুক্লা (২০) কিছুটা রেহাই এনে দেন, যার ফলে হারের ব্যবধান বড় হতে পারে না।
সংযুক্ত আরব আমিরাতের জয় অর্জনে বোলিংয়ে নেতৃত্ব দেন জুনাঈদ সিদ্দিকী, মাত্র ২৩ রানে চারটি গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। আগে ব্যাটিং করে স্বাগতিকরা জোড়া ফিফটির মাধ্যমে ৫ উইকেটে ১৭২ রান সংগ্রহ করে।
অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম দলকে শক্ত ভিত্তি দেন ৬৯ রানের ইনিংস খেলেই, যেখানে চারটি চার ও তিনটি ছক্কায় ইনিংসটি সাজানো। তার ওপেনিং সতীর্থ আলিশান শরাফুও ৩৮ বলে ৫১ রানের শক্তিশালী ইনিংস উপহার দেন, ৭ চার ও একটি ছক্কায়।
শেষ পর্যন্ত পাওয়ার প্লে থেকে ধীরে ধীরে রানের গতি ধরে রাখায় এবং ধারাবাহিক উইকেট নাশের মাধ্যমে, সংযুক্ত আরব আমিরাত টানা হারের ধাক্কা কাটিয়ে এশিয়া কাপের প্রথম জয় উদযাপন করে।