
উন্মোচন নিউজ ডেস্ক:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে কোনো ধরনের ষড়যন্ত্রের সুযোগ না তৈরি করতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদ্যাপন পরিষদের নেতারা। এই বৈঠকে তারা প্রধান উপদেষ্টাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।
প্রধান উপদেষ্টা বলেন, ‘সারা বছর দেখা হওয়ার সুযোগ খুব কম, কিন্তু পূজার সময় একবার সামনাসামনি আলাপ করার সুযোগ হয়।’ তিনি দুর্গাপূজার প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে হিন্দু ধর্মীয় নেতারা জানান, গত বছরের তুলনায় এবছর এক হাজারের বেশি পূজামণ্ডপ হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে পূজামণ্ডপের প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। ধর্ম মন্ত্রণালয় ও প্রশাসনের পক্ষ থেকে উৎসবকে নির্বিঘ্নভাবে উদযাপন করার জন্য সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হচ্ছে।
বিশেষভাবে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থায়ী দুর্গামন্দিরের জন্য স্থান বরাদ্দ দেয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। এছাড়া ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানান, অস্বচ্ছল মন্দির ও আশ্রম, বিশেষ করে বিধবা ও অনাথদের জন্য সহায়তার পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রধান উপদেষ্টা বৈঠকের শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান, পূজার অগ্রিম শুভেচ্ছা জানান এবং দুর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ও মহানগর পূজা কমিটির সভাপতি এবং অন্যান্য শীর্ষস্থানীয় ধর্মীয় নেতারা।