শুধু উচ্চকক্ষে পিআর ব্যবস্থা চায় এনসিপি: জাভেদ রাসিন

অনলাইন ডেস্কঃ
জাতীয় নির্বাচনে কেবল উচ্চকক্ষের জন্যই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) ব্যবস্থা চালুর দাবি জানিয়েছে ন্যাশনাল কংগ্রেস পার্টি (এনসিপি)। দলটির যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীতে দলীয় কার্যালয়ে আয়োজিত “বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই?” শীর্ষক সেমিনারে এ দাবি জানান।
তিনি বলেন, “এনসিপি কোনো জোটে যাবে না, যুগপৎ আন্দোলনেও অংশ নেবে না। আমরা শুধু উচ্চকক্ষের জন্য পিআর ব্যবস্থা চাই। এনসিপির নেতৃত্বেই আগামী বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা কাজ করছি।”
আলোচনা সভায় অন্যান্য বক্তারাও ১৯৭২ সালের সংবিধানকে নিপীড়নমূলক বলে আখ্যায়িত করে বলেন, নতুন সংবিধান প্রণয়ন ছাড়া গণতন্ত্র সুসংহত করা সম্ভব নয়। তারা মত দেন, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত না হলে কোনো সংস্কারই দীর্ঘস্থায়ী হবে না।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
Our Like Page