
অনলাইন ডেস্ক:
নেপালে জেন-জি প্রজন্মের নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলনের পর আগের সরকারের পতনের মধ্যে নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কি সোমবার তার মন্ত্রিসভার তিন গুরুত্বপূর্ণ সদস্যকে শপথ গ্রহণ করান।
রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাস প্রেসিডেন্ট ভবনের আগুনে ক্ষতিগ্রস্ত অংশের সামনে খোলা আকাশের নিচে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল মন্ত্রীদের শপথ প্রদান করেন। অনুষ্ঠানটি সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত হয়।
সেপ্টেম্বর ৮ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে বিস্তৃত হয়। পার্লামেন্টসহ প্রধান সরকারি ভবনগুলোতে অগ্নিসংযোগ ঘটে। সরকারি তথ্য অনুযায়ী দুই দিনের সহিংসতায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন, ১৯১ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন।
৭৩ বছর বয়সী সাবেক প্রধান বিচারপতি কার্কি এখন দায়িত্ব নিয়েছেন দুর্নীতিমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করা এবং আগামী মার্চের নির্বাচনের প্রস্তুতি নেওয়া।
শপথ নেওয়া মন্ত্রীরা:
অ্যাডভোকেট ওম প্রকাশ আর্যাল – স্বরাষ্ট্র ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
কুলমান ঘিসিং – জ্বালানি, অবকাঠামো, পরিবহন ও নগর উন্নয়ন।
রমেশ্বর খানাল – অর্থ মন্ত্রণালয়, যেখানে বেকারত্ব ও অর্থনৈতিক পুনর্গঠন প্রধান চ্যালেঞ্জ।
বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, নেপালের ১৫–২৪ বছর বয়সীদের প্রায় এক-পঞ্চমাংশ বেকার, আর মাথাপিছু জিডিপি মাত্র ১,৪৪৭ ডলার। দেশের রাজনৈতিক অস্থিরতা এবং নতুন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও তীব্র আলোচনা চলছে।