
অনলাইন ডেস্ক:
নায়িকাদের মধ্যে বন্ধুত্ব কতটা টেকে—এ নিয়ে বলিউডে বরাবরই আলোচনা হয়। সহশিল্পীদের নিয়ে মতভেদও প্রকাশ্যে চলে আসে। এবার আলোচনায় এসেছেন আনুশকা শর্মা ও প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, অভিনেতা দর্শন কুমারকে ঘিরে তাদের মধ্যে নাকি একসময় তর্ক-বিতর্ক হয়।
জোয়া আখতারের জনপ্রিয় ছবি ‘দিল ধাড়কনে দো’-এর শুটিং সেটেই নাকি ঘটেছিল এ ঘটনা। দুজনের কথোপকথনে দর্শনকে নিয়ে উঠে আসে ভিন্ন ভিন্ন মত। প্রিয়াঙ্কা বলেন, দর্শন পরিশ্রমী ও ভদ্র মানুষ। কিন্তু আনুশকার মন্তব্য ছিল সম্পূর্ণ উল্টো—তার মতে, দর্শন অত্যন্ত উদ্ধত স্বভাবের।
আসলে বিভ্রান্তির সূত্রপাত হয়েছিল দর্শনের আগের কাজগুলো থেকে। ‘এনএইচ ১০’ ছবিতে খলচরিত্রে অভিনয়ের সময় আনুশকার সঙ্গে বেশ দূরত্ব বজায় রাখেন দর্শন। চরিত্রের প্রয়োজনে এমনটা করলেও আনুশকার মনে হয়েছিল তিনি উদ্ধত। অন্যদিকে ‘মেরি কম’ ছবিতে দর্শনের সঙ্গে কাজ করে প্রিয়াঙ্কার অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ উল্টো—তিনি মনে করেছিলেন দর্শন খুবই আন্তরিক।
দর্শন নিজেই পরে এক সাক্ষাৎকারে বিষয়টি পরিষ্কার করেন। তিনি বলেন, “আসলে চরিত্রে থাকতে গিয়ে অনেক সময়ই কঠোর হতে হয়। শুটিং শেষে আমি আনুশকার সঙ্গে স্বাভাবিক আচরণ করেছি। ভুল বোঝাবুঝিই আসল কারণ।”
বর্তমানে দর্শন কুমার ব্যস্ত আছেন ‘দ্য বেঙ্গল ফাইল্স’ ছবির কাজে।
সূত্র: আনন্দবাজার