
স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, “আমরা চাই না এমন কোনো প্রক্রিয়ার ছাপ জাতির সামনে রাখি, যা কয়েক দিনের মধ্যেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে কিংবা টেকসই থাকবে না।”
রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক বৈঠক শেষে তিনি এ কথা জানান। বৈঠকটি ছিল জুলাই সনদের আইনি কাঠামো ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর যৌথ আলোচনা।
তিনি অভিযোগ করেন, জুলাই সনদ কার্যকর করার ধাপটি বাস্তব প্রয়োগের পর্যায়ে আসতেই বিষয়টি আরও জটিল আকার ধারণ করছে।
এর আগে গত ১১ সেপ্টেম্বর কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসেছিল। যদিও সেদিন দীর্ঘ আলোচনার পরও কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।
জাতীয় ঐকমত্য কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের একটি খসড়া প্রস্তাব নয়—বরং এটি একটি দীর্ঘমেয়াদী রোডম্যাপ, যা গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং সুশাসনের ভিতকে শক্তিশালী করবে। তবে এ লক্ষ্য অর্জনে সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য অপরিহার্য বলে মত দিয়েছে কমিশন।
