
উন্মোচন নিউজ ডেস্কঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। তিন দিনে মোট ১০৮৮টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী।
গত রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই প্রক্রিয়া শেষ হয় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায়। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়ন বিতরণের কথা থাকলেও প্রার্থীদের ভিড় সামলাতে সময়সীমা বাড়ানো হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শেষ দিনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৯১টি এবং হল সংসদের জন্য ৫১৬টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়। এর মধ্যে ছেলেদের হলে ৪৪১টি এবং মেয়েদের হলে ১৪৮টি ফরম তোলা হয়। তিন দিনে কেন্দ্রীয় সংসদে মোট ৪৭৪টি এবং হল সংসদে ৬০০টি ফরম বিক্রি হয়। সব মিলিয়ে বিতরণ হয়েছে ১০৮৮টি মনোনয়নপত্র।
মঙ্গলবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের প্রার্থীরা এককভাবে মনোনয়ন সংগ্রহ করেন। তবে প্যানেল ঘোষণা নিয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। দুটি সংগঠনের নেতারা জানিয়েছেন, বুধবার এ বিষয়ে পরিষ্কার অবস্থান জানানো হবে। একইসাথে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।
প্রীতিলতা হল সংসদে ইসলামী ছাত্রীসংস্থা সমর্থিত ‘সংঘবদ্ধ ছাত্রী জোট’ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে মনোনয়ন নিয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মিজবাউল জান্নাত তারিন, জিএস পদে আরবি বিভাগের নাদিয়া সুলতানা তাসনিয়া এবং এজিএস পদে ভূগোল বিভাগের আফরিদা রিমা। অন্যান্য পদেও মনোনয়ন নিয়েছেন সংস্থার নেত্রীরা।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, “আমরা আশার চেয়েও ভালো সাড়া পেয়েছি। শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখে আমরা আশাবাদী যে, একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।”
আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত চাকসু ও হল সংসদ নির্বাচন। এতে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪। ১৯৯০ সালের পর দীর্ঘ ৩৫ বছর পর আবারও এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।