শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ পূর্বাহ্ন [gtranslate]
Headline
📢 ** দর্শকদের জন্য বিশেষ ঘোষণা ** 📢 উন্মোচন টিভি এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে।এই পর্যায়ে সম্প্রচারের মানে কিছুটা তারতম্য হতে পারে। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের সেবার মানোন্নয়নে একান্ত কাম্য। আমাদের এই পথচলায় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।
পাকিস্তান নিয়ে উত্তেজনার মধ্যেই নতুন স্পনসর পেল ভারতীয় ক্রিকেট দল
/ ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ন
Spread the love

উন্মোচন স্পোর্টস ডেস্কঃ

পাকিস্তানের সঙ্গে চলমান রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের উত্তেজনার মাঝেই ভারতীয় ক্রিকেটে এলো সুখবর। দীর্ঘদিনের স্পনসর ‘ড্রিম ১১’ অনলাইন গেমিং আইন সংশোধনের কারণে চুক্তি বাতিল করলে ভারতীয় দলকে এশিয়া কাপে জার্সি স্পনসর ছাড়াই খেলতে হয়। তবে সেই শূন্যতা পূরণে এগিয়ে এলো নতুন প্রতিষ্ঠান।

মাত্র তিন সপ্তাহের ব্যবধানে ভারতের জাতীয় দলের জার্সি স্পনসর হিসেবে চুক্তি করল ‘অ্যাপোলো টায়ার্স’। বিসিসিআইয়ের সঙ্গে স্বাক্ষরিত এ চুক্তি চলবে ২০২৭ সাল পর্যন্ত। আগের স্পনসর প্রতি ম্যাচে ৪ কোটি রুপি দিলেও নতুন এই চুক্তিতে ভারতীয় বোর্ড পাবে বাড়তি অর্থ—প্রতি ম্যাচে ৪ কোটি ৫০ লাখ রুপি। যদিও আনুষ্ঠানিকভাবে চুক্তি কার্যকর হওয়ার তারিখ এখনো জানানো হয়নি।

এশিয়া কাপে পুরুষ দলের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী দলকেও স্পনসরহীন জার্সি পরতে হয়েছে। তবে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নারীদের ওয়ানডে বিশ্বকাপে ‘অ্যাপোলো টায়ার্স’ জার্সিতে জায়গা পাবে কি না, তা এখনও অনিশ্চিত।

২০২৩ সালের জুলাই থেকে ভারতীয় দলের জার্সিতে জায়গা করে নেয় ‘ড্রিম ১১’। তিন বছরের ওই চুক্তির মেয়াদ ছিল ২০২৬ পর্যন্ত। চুক্তির আর্থিক পরিমাণ দাঁড়িয়েছিল ৩৫৮ কোটি রুপি। তবে সরকারি নীতির পরিবর্তনজনিত কারণে তারা কোনো ক্ষতিপূরণ না দিয়েই চুক্তি ভেঙে সরে দাঁড়ায়।

নতুন দরপত্র আহ্বানের পর বেশ কয়েকটি কোম্পানি আগ্রহ দেখালেও শেষ পর্যন্ত স্পনসর হওয়ার সুযোগ পায় টায়ার নির্মাতা প্রতিষ্ঠান ‘অ্যাপোলো টায়ার্স’। এর মধ্য দিয়ে ‘সাহারা’, ‘স্টার’, ‘ওপো’, ‘বাইজুস’ ও ‘ড্রিম ১১’-এর পর ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হলো এই বহুজাতিক প্রতিষ্ঠান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.