
উন্মোচন নিউজ ডেস্ক :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে কোনো প্যানেল ঘোষণা করছে না বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ (বাগছাস)। তবে সংগঠনের কয়েকজন নেতা-কর্মী স্বতন্ত্রভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন।
সংগঠনের মুখ্য সংগঠক সাব্বির হোসেন রিয়াদ জানান, “আমাদের আহ্বায়ক মুনতাসির, সদস্য সচিব আল মাসনুন, মুখপাত্র জান্নাতুল মাওয়া মিথিলা—কেউ প্রার্থী হচ্ছেন না। ফলে বাগছাসের আনুষ্ঠানিক প্যানেল গঠনের সম্ভাবনা নেই। তবে ইচ্ছা করলে কেউ স্বতন্ত্রভাবে অংশ নিতে পারবেন।”
যুগ্ম আহ্বায়ক উলফাতুর রহমান রাকিব বলেন, “আমি কমিটি থেকে পদত্যাগ করেছি। তবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেব।”
সদস্য সচিব আল মাসনুনও একই তথ্য নিশ্চিত করে বলেন, “কেউ অংশ নিলে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত।”
মনোনয়ন বিতরণে শিক্ষার্থীদের ভিড়
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ছিল চাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সময়সীমা থাকলেও বিপুল ভিড়ের কারণে তা বাড়ানো হয়।
চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীরা যেন বঞ্চিত না হয়, প্রয়োজনে রাত পর্যন্ত অফিস খোলা থাকবে।”
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এর আগে দুই দিনে মোট ১৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন—কেন্দ্রীয় সংসদে ৯৭ জন, ছাত্র হলে ২৬ জন এবং ছাত্রী হলে ৪৬ জন।
তফসিল অনুযায়ী
১৭ সেপ্টেম্বর মনোনয়ন জমা
১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই
২১ সেপ্টেম্বর প্রাথমিক তালিকা
২৩ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়
২৫ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা
১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।