
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা স্বাড়ম্ভরভাবে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে দেবহাটায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা। এতে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা শওকত ওসমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, যানজট নিরসন, চুরি-ছিনতাই ও মাদক প্রতিরোধ, প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিদ্যুতের বিকল্প জেনারেটর, নিজস্ব স্বেচ্ছাসেবক এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতকরণসহ নানা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপজেলার ২১টি পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত থেকে নানা মতামত তুলে ধরেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা এসময় বলেন, দেবহাটার সামগ্রিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।