
আন্তর্জাতিক ডেস্ক :
আফগান সীমান্ত ঘেঁষা এলাকায় পাকিস্তানি সেনাদের বিশেষ অভিযানে ৩১ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি—মৃতরা সবাই স্থানীয় তালেবান (টিটিপি) জঙ্গি।
শনিবার সীমান্তবর্তী জেলায় টিটিপির আকস্মিক হামলায় ১২ সেনা নিহত হওয়ার জবাবে এ অভিযান চালানো হয়। পাকিস্তানি তালেবান এই হামলার দায় স্বীকার করেছে।
সোমবার রাতে প্রকাশিত সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়, সপ্তাহজুড়ে চলা দুই দফা অভিযানে টিটিপির ৩১ জন সদস্যকে হত্যা করা হয়েছে। নিহতরা ভারত সমর্থিত জঙ্গিদের সহযোগিতা করছিল বলে অভিযোগ সেনাদের।
দীর্ঘদিন ধরে পাকিস্তান ও আফগানিস্তান পরস্পরের বিরুদ্ধে জঙ্গি আশ্রয় ও সহায়তার অভিযোগ করে আসছে। পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মদদপুষ্ট সশস্ত্র গোষ্ঠী নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২১ সালে কাবুলে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সীমান্ত এলাকায় জঙ্গিবাদ বেড়েছে। নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত দুই মাসে টিটিপির তৎপরতা আরও বিস্তৃত হয়েছে। টিটিপি আফগান তালেবান থেকে আলাদা একটি সংগঠন, যারা পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালাচ্ছে।
ইসলামাবাদ অভিযোগ করেছে—কাবুল কর্তৃপক্ষ সন্ত্রাসীদের আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে হামলা চালানো ঠেকাতে ব্যর্থ হয়েছে। যদিও আফগান সরকার তা অস্বীকার করে আসছে।
এএফপির তথ্যমতে, চলতি বছর খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ইতোমধ্যেই ৪৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যাদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর সদস্য।
ইসলামাবাদ-ভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ জানায়, গত বছর ছিল প্রায় এক দশকের মধ্যে পাকিস্তানের জন্য সবচেয়ে ভয়াবহ। ওই সময়ে নিহত হয়েছিল ১ হাজার ৬০০ জনের বেশি মানুষ, যার অর্ধেকই সেনা ও পুলিশ।
সূত্র : আল আরাবিয়া