
উন্মোচন স্পোর্টস ডেস্কঃ
এশিয়া কাপে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলেও এখন বাংলাদেশ দল দাঁড়িয়ে গেছে বাঁচা-মরার লড়াইয়ের সামনে। শ্রীলংকার কাছে হারের পর সুপার ফোরের সমীকরণ কঠিন হয়ে গেছে লিটন দাসদের জন্য। আজ আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে জয় ছাড়া কোনো পথ খোলা নেই। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।
তবে শুধু জিতলেই হবে না, ভাগ্যকে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকেও। হারলেই কার্যত বিদায় নিশ্চিত হয়ে যাবে টাইগারদের।
শুরুটা ভালো হলেও ধারাবাহিক হতে পারেনি বাংলাদেশের টপ অর্ডার। লিটন ছাড়া শ্রীলংকার বিপক্ষে আর কেউ দাঁড়াতে পারেননি। ইনিংসের শেষ দিকে জাকের আলী অনিক ও শামীম হোসেনের জুটি আশা জাগালেও সেটি যথেষ্ট ছিল না। ওপেনিং দুর্বলতার সঙ্গে ফিল্ডিং ও বোলিংয়ের ব্যর্থতাও দলের সমস্যাকে বড় করেছে। আজ দলে ফিরতে পারেন পেসার তাসকিন আহমেদ, যাঁর ওপর ভরসা রাখছেন টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে আফগানিস্তান উড়ছে আত্মবিশ্বাসে। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে তারা বেশ এগিয়ে আছে। তাদের স্পিন আক্রমণে থাকছেন রশিদ খান, নূর আহমেদ ও গজনফার—যাঁদের রহস্যময় বোলিং সামলানো বাংলাদেশের জন্য হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শ্রীলংকার বিপক্ষে হাসারাঙ্গার সামনে যেভাবে বিপদে পড়েছিল লিটনরা, আজ সেটিই আবার বড় দুশ্চিন্তা।
টি-টোয়েন্টিতে পরিসংখ্যানেও পিছিয়ে বাংলাদেশ। এখন পর্যন্ত ১২ মুখোমুখিতে আফগানিস্তান জিতেছে ৭ বার, আর বাংলাদেশ জয় পেয়েছে মাত্র ৫ বার। সর্বশেষ ২০২৪ বিশ্বকাপে আফগানরা মাত্র আট রানে হারিয়েছিল টাইগারদের। তাছাড়া সংযুক্ত আরব আমিরাত কার্যত আফগানিস্তানের হোম ভেন্যু হিসেবেই পরিচিত।
বাংলাদেশের ব্যাটার জাকের আলী অবশ্য আশা ছাড়ছেন না। তাঁর ভাষায়— “আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এসেছি। এক ম্যাচ হারলেই সব শেষ হয়ে যায় না।”
সব মিলিয়ে, আবুধাবির উইকেটে আজ টসের ভূমিকা হবে গুরুত্বপূর্ণ। শিশিরের প্রভাব, পিচের চরিত্র আর চাপ সামলানোর ক্ষমতা—সবকিছুই মিলিয়ে ম্যাচটি হয়ে উঠেছে বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই।