
যশোর থেকে অনলাইন ডেস্কঃ
১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিঃ সকাল ১১.৩০ ঘটিকায় যশোর জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন জনাব রওনক জাহান, পুলিশ সুপার, যশোর। এতে উপস্থিত ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদ, হিন্দু জাতীয় মহাজোট, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, বৈষম্য বিরোধী সনাতন সমাজের জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সভার শুরুতে সকল নেতৃবৃন্দকে মুক্তভাবে মতামত প্রদানের সুযোগ দেওয়া হয়, যাতে দুর্গাপূজা-২০২৫ শান্তিপূর্ণভাবে উদযাপিত হতে পারে। পুলিশ সুপার মহোদয় প্রত্যেক মন্ডপে শারদীয় পূজার পূর্বপ্রস্তুতি, গৃহীত ব্যবস্থা এবং জেলা, উপজেলা ও পৌর পূজা উদযাপন কমিটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
পুলিশ সুপার মহোদয় সভায় আশ্বস্ত করেন যে যশোর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জেলা পুলিশ সর্বোচ্চ প্রস্তুতিতে আছে। তিনি তিন পর্যায়ের নিরাপত্তা পরিকল্পনা তুলে ধরেন—
১. প্রাক-পূজা নিরাপত্তা ব্যবস্থা,
২. পূজা কালীন নিরাপত্তা ব্যবস্থা,
৩. পূজা পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা।
দর্শনার্থীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের মাধ্যমে যানজট নিরসনের নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও প্রতিটি পূজা মন্ডপে শতভাগ সিসিটিভি স্থাপনের আহ্বান জানান।
পুলিশ সুপার সকলের প্রতি অনুরোধ জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী উৎসব পালন করতে, এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সাম্প্রদায়িক সহিংসতা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। অপরাধীর ধর্ম বা বর্ণ নির্বিশেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পরিশেষে তিনি শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন: জনাব রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, যশোর।
উপস্থিত ছিলেন: জনাব আবুল বাশার (অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম অ্যান্ড অপস), ডিআইও-১, ওসি ডিবি, টিআই-১, জেলা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের শীর্ষ নেতৃবৃন্দ।