
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা:
সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম এবং থানার অফিসার ইনচার্জ শেখ সাইফুল ইসলামকে সংবর্ধনা প্রদান করেছে স্থানীয় সংগঠনগুলো।
সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধনা দেয় কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতি, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও উপজেলা পূজা উদযাপন পরিষদ।
অনুষ্ঠানে প্রধান অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিক, জেলা বিএনপির সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইছ উদ্দিন, জেলা জামায়াতের শূরা সদস্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহমাদ আলী, ফায়ার সার্ভিস কর্মকর্তা হুমায়ুন কবির, পূজা উদযাপন পরিষদের নেতা হরেন্দ্রনাথ রায়, সিদ্ধেশ্বর চক্রবর্তী, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, সংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুসহ সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, ক্রীড়া সংগঠক ও সনাতন হিন্দু ধর্মাবলম্বী নেতারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদের নেতা সন্তোষ কুমার পাল।