মন্ত্রীপাড়া থেকে গ্রেফতারের পর রিমান্ডে এনায়েত করিম

অনলাইন ডেস্ক:
রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া থেকে গ্রেপ্তার বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে সকালেই সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রমনা মডেল থানার সন্ত্রাস বিরোধ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামান তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এনায়েত করিমকে আটক করে রমনা মডেল থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category
Our Like Page