
অনলাইন ডেস্ক:
হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসফিল্ড থেকে নতুনভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ সোমবার থেকে এই নতুন স্তর থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে।
দুপুরে ফিল্ডে আনুষ্ঠানিকভাবে সংযোগ কার্যক্রম সম্পন্ন হয়। রশিদপুর গ্যাসফিল্ডের ডেপুটি জেনারেল ম্যানেজার সুমন বিকাশ দাস জানিয়েছেন, নতুন কূপের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের সক্ষমতা বৃদ্ধি পাবে।
এসময় উপস্থিত ছিলেন পেট্রোবাংলার পরিচালক (অপারেশন) রফিকুল ইসলাম, সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল জলিল প্রামাণিক এবং বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক।
গ্যাসফিল্ড কর্তৃপক্ষ জানাচ্ছে, বাপেক্স গত ১২ জুলাই থেকে কূপে অনুসন্ধান কার্যক্রম শুরু করে এবং প্রায় ৭৩ কোটি টাকার সংস্কার কাজ শেষ করে। ৫ সেপ্টেম্বর নতুন স্তরে গ্যাস পাওয়া যায়, যা সফল সংস্কারের পর আজ জাতীয় গ্রিডে সংযুক্ত করা সম্ভব হয়েছে।
নতুন কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাবে, আর আগামী ১০ বছরে মোট গ্যাস উত্তোলনের সম্ভাবনা রয়েছে প্রায় ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট। এছাড়া কূপ থেকে কনডেনসেটও আহরণ করা সম্ভব হবে।
বর্তমানে রশিদপুর গ্যাসফিল্ডের ১১টি কূপের মধ্যে ৭টি কূপ থেকে প্রতিদিন গড়ে ৬২ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। নতুন স্তর সংযোজনের ফলে দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য সহায়ক ভূমিকা পালন করবে।