শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন [gtranslate]
Headline
📢 ** দর্শকদের জন্য বিশেষ ঘোষণা ** 📢 উন্মোচন টিভি এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে।এই পর্যায়ে সম্প্রচারের মানে কিছুটা তারতম্য হতে পারে। আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের সেবার মানোন্নয়নে একান্ত কাম্য। আমাদের এই পথচলায় সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।
রাকসু নির্বাচনী প্রচারণা শুরু, মেনে চলতে হবে এই নির্দেশনা
/ ২৪ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন
Spread the love

অনলাইন ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচারণা আজ থেকে শুরু হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এই প্রচারণা চলবে আগামী ২৪ সেপ্টেম্বর সকাল ৯টা পর্যন্ত

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে ভোটের ২৪ ঘণ্টা আগ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রচারণা চালানো যাবে। তবে প্রচারণায় শুধুমাত্র প্রার্থী ও ভোটার অংশ নিতে পারবেন।

প্রচারণায় সাদা-কালো পোস্টার ব্যবহার করা যাবে, যার আকার সর্বোচ্চ ৬০ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ৪৫ সেন্টিমিটার প্রস্থ। ভবনের দেয়ালে পোস্টার লাগানো বা লেখা সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া প্রার্থী পরিচিতি সভা ছাড়া অন্য কোনো সভায় মাইক ব্যবহার করা যাবে না।

নির্বাচনী কার্যক্রম চলাকালে ছাত্ররা আবাসিক হলে প্রবেশের জন্য রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিতে হবে। সভার স্থান ও সময় সম্পর্কে প্রক্টরকে আগাম জানাতে হবে। সবাইকে পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং বহিরাগতকে আবাসিক হলে প্রবেশ করতে দেয়া যাবে না।

আচরণবিধিতে আরও বলা হয়েছে, কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ প্রতিদ্বন্দ্বীকে ভয়ভীতি দেখানো, বলপ্রয়োগ বা ভোটে বাধা সৃষ্টি করতে পারবেন না। হল ও অ্যাকাডেমিক ভবনের অভ্যন্তরে মিছিল বা সমাবেশ নিষিদ্ধ। মিডিয়ার মাধ্যমে মানহানিকর, অশালীন বা উসকানিমূলক বক্তব্য দেওয়া যাবে না।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হস্তান্তর করা হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে।

রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম বলেন, “আজ থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীদের আচরণবিধি মেনে প্রচারণা চালাতে হবে। কিছু সংযোজন এখনও বাকি, তা আজকের মধ্যেই চূড়ান্ত করা হবে।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Recent Comments

No comments to show.