
বিনোদন ডেস্ক:
পর্দায় খুব একটা দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত সরব জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। শোবিজের বাইরে রাজনীতি ও সমসাময়িক বিষয়েও মতামত দেন তিনি। এবার নেপালের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সরাসরি না হলেও একরকম খোঁচা দিয়েছেন শাওন।
সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি নেপালের অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন। শাওন লেখেন,
“নেপালের এই অন্তর্বর্তী সরকারকে মেনে নিতে পারছি না। সরকার প্রধান সুশীলা কার্কি নেপালের বিপ্লবকে ‘পরিকল্পিতভাবে কার্যকর ষড়যন্ত্র’ বলছেন! তিনি কি বলতে পারতেন না ‘এই লুটপাট-অগ্নিকাণ্ড-ভাঙচুর তরুণদের ক্ষোভের বহিঃপ্রকাশ’? এই আন্দোলনকারীরা কি তাঁর ‘নিয়োগকর্তা’ নয়? তিনি কি বাংলাদেশের কাছ থেকে কিছুই শিখেননি?”
শাওনের পোস্টে আরও উঠে আসে ইনডেমনিটি আইন ও দ্রুত নির্বাচনের প্রসঙ্গ। তিনি লেখেন,
“সেপ্টেম্বর ৮ থেকে ১২ পর্যন্ত সংঘটিত সব অপরাধমূলক কর্মকাণ্ডকে বিচারের আওতায় আনা যাবে না—তিনি কি এরকম ইনডেমনিটি আইন করতে পারলেন না! নিজের কম্পানির নামে নতুন লাইসেন্স না নিয়ে, বিশ্ববিদ্যালয় না বানিয়ে, ৫ বছরের আয়কর মওকুফ না করে, দেশের কোনো সংস্কার খেলা না খেলে ছয় মাসের মধ্যে নির্বাচনের তারিখ দিয়ে দিলেন! এমনকি মন্ত্রিসভায় কোনো আন্দোলনকারীকেও নিলেন না!”
সবশেষে অভিনেত্রী ব্যঙ্গ করে লিখেছেন,
“এজন্যই নেপালের কপালে ‘নোবেল’ নেই।”
তবে শাওনের এই পোস্ট যে বাংলাদেশের গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে লেখা, তা অনুরাগীদের কাছে পরিষ্কার। মন্তব্যের ঘরেও তেমন আভাস মিলেছে। কেউ লিখেছেন, “কার্কি দেশপ্রেমিক সাহসী মহিলা। ক্ষমতালোভী নন।” আরেকজনের মন্তব্য, “ওদের দেশপ্রেম আছে।”