
অনলাইন ডেস্কঃ
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় পিআর (Proportional Representation) পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়ে কড়া অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির মতে, এই ব্যবস্থা ছাড়া দেশের জনগণের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নায়েবে আমীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন,
“ন্যায়সঙ্গত নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন হলে আমরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো।”
তিনি জানান, পাঁচ দফা দাবি ও জাতীয় সনদ বাস্তবায়ন এর অংশ হিসেবে আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত।
তাহের আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি অস্বীকার করলে গণআন্দোলন ব্যর্থতার দিকে যাবে। এই দাবিকে ঘিরে বহু রাজনৈতিক দলও আন্দোলনে শামিল হতে পারে। তবে একে আপাতত যুগপৎ আন্দোলন বলা যাবে না।”
জামায়াতের এই নেতা আরও জানান, ‘জুলাইয়ের চেতনা’তে বিশ্বাসী রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে আলোচনা চলছে এবং নির্বাচনী সংস্কারের বিষয়ে সমন্বয়ের চেষ্টা অব্যাহত রয়েছে