
অনলাইন ডেস্ক:
ভাঙা হাড় জোড়া লাগানো দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ একটি প্রক্রিয়া। তবে চীনের একদল গবেষক এই সমস্যার সমাধান করে দিয়েছেন। তারা তৈরি করেছেন এমন এক বিশেষ ধরনের আঠা, যার মাধ্যমে মাত্র তিন মিনিটেই ভাঙা বা টুকরো হাড়কে স্থির করা সম্ভব।
গবেষকরা জানিয়েছেন, এই আঠার ধারণা এসেছে ঝিনুকের প্রাকৃতিক কৌশল থেকে। পানির নিচে ঝিনুক কীভাবে কোনো পৃষ্ঠের সঙ্গে শক্তভাবে লেগে থাকে, তা পর্যবেক্ষণ করে তারা “বোন ০২” নামে নতুন আঠা তৈরি করেছেন।
চীনা গবেষক দলের প্রধান সার রান রান শ এবং অর্থোপেডিক সার্জন লিন শিয়ানফেং বলেন, “এই আঠা রক্তের উপস্থিতিতেও কার্যকর, ফলে জটিল বা সংক্রমিত স্থানে ব্যবহারের ক্ষেত্রেও সুবিধা রয়েছে।”
নতুন এই আবিষ্কারের মাধ্যমে ঐতিহ্যবাহী ধাতব প্লেট ও স্ক্রু-ভিত্তিক ইমপ্লান্টের বিকল্প সম্ভব হতে পারে। আঠার সবচেয়ে বড় সুবিধা হলো, হাড় জোড়া লাগার পর এটি প্রাকৃতিকভাবে শরীরের সঙ্গে মিশে যায়, ফলে দ্বিতীয়বার অস্ত্রোপচারের প্রয়োজন পড়ে না। পাশাপাশি সংক্রমণের ঝুঁকিও উল্লেখযোগ্যভাবে কমে।
এখন পর্যন্ত বোন ০২ আঠা ১৫০ জনের বেশি রোগীর ওপর সফলভাবে পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, আঠা ব্যবহার করে জোড়া লাগানো হাড় ৪০০ পাউন্ডের বেশি চাপ সহ্য করতে সক্ষম। অর্থাৎ ভাঙা হাড়ের চিকিৎসায় এটি একটি কার্যকর বিকল্প হতে পারে।
সূত্র: এনডিটিভি