
আন্তর্জাতিক ডেস্ক:
গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় দলে দলে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন সাধারণ ফিলিস্তিনিরা। রবিবার সকাল থেকে শহরজুড়ে বোমাবর্ষণ ও অভিযানের মাত্রা বেড়ে গেলে অনেকেই শিশু-কিশোর, বৃদ্ধ-নারীকে সঙ্গে নিয়ে দক্ষিণের দিকে ছুটে যাচ্ছেন। কেউ ভ্যানে, কেউ পিক-আপ ট্রাকে গাদাগাদি করে উঠছেন, আবার অনেকেই পায়ে হেঁটেই রওনা দিয়েছেন।
চোখে পড়েছে—মায়ের কোলে শিশু, বয়স্করা হুইলচেয়ার কিংবা ক্রাচে ভর দিয়ে হাঁটছেন। অসহায় মানুষগুলো বলছেন, জীবন বাঁচানো ছাড়া তাদের আর কোনো বিকল্প নেই।
ইসরায়েলি সেনারা কয়েক দফায় গাজা সিটির মানুষদের সরে যাওয়ার নির্দেশ দিলেও অনেকের অভিযোগ, দক্ষিণেও নিয়মিত হামলা চলছে। ফলে কোথায় গেলে নিরাপদ থাকবেন, সে প্রশ্নে হতাশ হয়ে পড়েছেন তারা।
এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গিয়েছেন। গাজা সিটিতে হামলা জোরদার হওয়ার প্রেক্ষাপটেই এই সফর বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে ইসরায়েলের আরবি ভাষার মুখপাত্র আভিচায় আদরাঈ রবিবার গাজার বন্দর এলাকা ও আল-রিমাল এলাকার বাসিন্দাদের অবিলম্বে দক্ষিণে চলে যেতে সতর্ক করেছেন। কিন্তু বাস্তবে দক্ষিণের তথাকথিত “মানবিক অঞ্চলগুলোতে” জায়গার অভাব, তাঁবু খাটানোর মতো জমি নেই বলেই জানিয়েছেন অনেক গাজাবাসী।