
স্পোর্টস ডেস্ক:
ম্যানচেস্টার ডার্বি মানেই উত্তাপ আর সমানে-সমান লড়াই। কিন্তু এবারের ডার্বিতে তার ছিটেফোঁটাও দেখা গেল না। রবিবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেডকে একেবারে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি। ফলাফল—৩-০ গোলের দুর্দান্ত জয়।
ম্যাচের শুরু থেকেই সিটি ছিল আধিপত্যে। ১৮তম মিনিটে জেরেমি ডকুর নিখুঁত ক্রস থেকে মাথায় ছুঁয়ে গোল করেন ফিল ফোডেন। মৌসুমে প্রথমবার একাদশে সুযোগ পেতেই জ্বলে উঠলেন এই ইংলিশ তারকা।
তবে রাতটা আসলে আর্লিং হলান্ডের। দ্বিতীয়ার্ধে নরওয়েজিয়ান স্ট্রাইকার যেন ইউনাইটেডের রক্ষণকে একাই ভেঙে ফেললেন। ৫৩তম মিনিটে ডকুর পাস ধরে চিপ শটে গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডকে পরাস্ত করেন তিনি। এরপর ৬৮তম মিনিটে মাঝমাঠ থেকে দুরন্ত দৌড়ে হ্যারি ম্যাগুইয়ারকে ছিটকে দিয়ে বার্নার্দো সিলভার থ্রু বল ধরে জালে জড়ান নিজের দ্বিতীয় গোল।
এই জয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে অষ্টম স্থানে উঠে এসেছে ম্যানসিটি (২ জয়, ২ হার)। অন্যদিকে ধারাবাহিক হারের কারণে মৌসুমের শুরুটা আরও কঠিন হয়ে পড়ল ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য।